Welcome to The NRBnews24.com
Jul 26, 2025 / By The NRB News24 / in News
ওয়াশিংটন প্রতিনিধি: বাংলাদেশের গোপালগঞ্জে সাধারন মানুষের ওপর সেনাবাহিনী ও পুলিশের গুলিবর্ষণ এবং গণগ্রেফতারের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে ষ্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ২৫ জুলাই শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট-মহানগর আওয়ামী লীগ, ওয়াশিংটন মেট্রো আওয়ামীলীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামীলীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও ভাতৃপ্রতিম অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নিউইয়র্ক থেকে নেতাকর্মীরা ওয়াশিংটনে যাত্রা পথে টেলিফোনে বক্তব্য দেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ১৬ জুলাই বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণে ৫ জন নিহত এবং পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়। #
Tags: USA America Bangladesh
Jul 26, 2025 by The NRB News24
Jul 26, 2025 by The NRB News24