Welcome to The NRBnews24.com
Jul 26, 2025 / By The NRB News24 / in News
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব একবার পাওয়া গেলে তা সাধারণত স্থায়ী হয়। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই নাগরিকত্ব বাতিল বা প্রত্যাহার (revoke) করা হতে পারে। যদিও এমন ঘটনা খুবই বিরল, তবুও যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কিছু শর্ত পূরণ হলে নাগরিকত্ব বাতিল করার আইনি ভিত্তি রয়েছে। নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
১. প্রতারণা বা তথ্য গোপন করে নাগরিকত্ব অর্জন
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার সময় যদি কেউ মিথ্যা তথ্য দেন, জাল ডকুমেন্ট ব্যবহার করেন, কিংবা ইচ্ছাকৃতভাবে কিছু তথ্য গোপন করেন, তাহলে সেটা প্রতারণা হিসেবে গণ্য হয়।
যেমন:
ভুয়া নাম বা জন্মতারিখ ব্যবহার/ অভিবাসন ইতিহাস গোপন/ আগের কোনো অপরাধ লুকানো - এসব প্রমাণিত হলে, তার নাগরিকত্ব বাতিল হতে পারে।
২. জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠা
যদি কেউ নাগরিক হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে তার নাগরিকত্ব বাতিলের জন্য মামলা করা হতে পারে।
উদাহরণস্বরূপঃ বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকা / রাষ্ট্রদ্রোহমূলক কাজ
৩. অপরাধমূলক কার্যকলাপে অংশগ্রহণ
নাগরিক হওয়ার পাঁচ বছরের মধ্যে যদি কেউ গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন, এবং প্রমাণ হয় তিনি ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেছেন যা "অনৈতিক চরিত্রের" পরিচয় দেয়, তাহলে তার নাগরিকত্ব পুনঃমূল্যায়ন করে বাতিল করা যেতে পারে।
যেমনঃ ধর্ষণ, খুন, মানব পাচার, বাচ্চাদের যৌন নির্যাতন ইত্যাদি
৪. সামরিক প্রতারণা
যারা সেনাবাহিনীতে কাজ করে নাগরিকত্ব পান, কিন্তু পরে প্রমাণিত হয় তারা এই সুযোগ প্রতারণার মাধ্যমে নিয়েছেন—তাদের নাগরিকত্বও বাতিল হতে পারে।
নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়াঃ যুক্তরাষ্ট্রের সরকার (DOJ) সাধারণত আদালতের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত চায়। এটি একটি সিভিল মামলা, যার মাধ্যমে প্রমাণ করতে হয় যে নাগরিকত্ব প্রতারণার মাধ্যমে অর্জিত হয়েছে।
আদালত সিদ্ধান্ত দিলে সেই ব্যক্তি আবার গ্রিন কার্ডধারী হয়ে যান বা ডিপোর্ট করার উদ্যোগ নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব শক্তিশালী হলেও তা সর্বোচ্চ নিরাপত্তায় সুরক্ষিত নয়। যদি কেউ আইন ভঙ্গ করেন বা প্রতারণার মাধ্যমে এটি অর্জন করেন, তবে নাগরিকত্ব বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। #
লিখেছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী
Tags: USA America Citizenship
Jul 26, 2025 by The NRB News24
Jul 26, 2025 by The NRB News24