Welcome to The NRBnews24.com
Jul 26, 2025 / By The NRB News24 / in News
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় গভীর শোক জানিয়েছে আলজেরিয়া। আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শোক বইতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেই দেশের মন্ত্রী লাইদ রেবিগা।
তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকের এই সময়ে আলজেরিয়ার সংহতি প্রকাশ করেন। তিনি আরও জানান যে, আলজেরিয়ার জনগণ নিহতদের প্রতি করুণা, তাদের চির শান্তি এবং তাদের পরিবারবর্গের প্রতি ধৈর্য ও সান্ত্বনা দান করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছেন। বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদা, আলেজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদুলমালেক বোহেদ্দো প্রমুখ। #
Tags: Bangladesh Algeria High Commission
Jul 26, 2025 by The NRB News24
Jul 26, 2025 by The NRB News24