0
0
No products in the cart.

Welcome to The NRBnews24.com

এক বছরেও সংস্কার হয়নি তারাগঞ্জের সেতু

Jul 26, 2025 / By The NRB News24 / in News

Add a subheading
তারাগঞ্জ প্রতিনিধি (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক বছরেও সেতু সংস্কার হয়নি। উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া ও প্রামাণিকপাড়ার মাঝামাঝি অবস্থিত সেতুটি গত বছরের (২০২৪) বর্ষা মৌসুমে মাঝখানের ঢালাই ভেঙে রড বেরিয়ে আসে। এরপর থেকে আর সংস্কার করা হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের শতশত মানুষ। রাতে অনেক পথচারী, রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে চলাচলের সময় অসাবধানতাবশত ভাঙ্গা অং‌শে প‌ড়ে আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কা‌রের জন্য সয়ার ইউ‌নিয়ন চেয়ারম্যানকে জানানো হলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়‌নি।

ইউ‌নিয়‌নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: হামিদ মিয়া বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর আমি ব্যক্তিগত উদ্যোগে বাঁশ দিয়ে ঢে‌কে প্রতিরক্ষার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কে বা কারা রাতের আঁধারে  বাঁশগু‌লো খুলে নিয়ে গেছে।

সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলট বলেন,সেতু সংস্কারের বিষয়ে আমরা উপ‌জেলা প্রশাসনকে লি‌খিতভা‌বে জানিয়েছি।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, সেতু সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে চলতি অর্থবছরেই সংস্কার করা হবে #  
রংপুরের তারাগঞ্জ থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন - আব্দুল্লাহিল মতিন শাহীন

0