0
0
No products in the cart.

Welcome to The NRBnews24.com

মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Jul 28, 2025 / By The NRB News24 / in News

Untitled design (9)

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় হত্যা চেষ্টা ও মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি আওয়ামীলীগ নেতা রহিদুল (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত তিনটার সময় জেলার কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে রহিদুলকে গ্রেফতার করে পুলিশ। রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৫  বেলা ১২ টার দিকে জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়রামপুর এলাকার মৃত ইসরাইল হোসেনের বসত বাড়িতে রামদা, হাতকুড়াল, রড ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রবেশ করে আওয়ামী লীগ নেতা রহিদুল ও তার লোকজন। এসময় বাড়ি ভাঙচুর ও লুটপাটে বাধা দিলে ইসরাইলের ছেলে আব্দুল্লাহ সাহাবীকে  এলোপাথাড়ি কুপিয়ে জখম করে রহিদুল, রেজাউলসহ ৭ জন  অস্ত্রধারী। 

অস্ত্রধারীদের হামলায়  জয়রামপুর  বড় মসজিদের ইমাম আব্দুল্লাহ সাহাবীগুরুতর রক্তাক্ত  ও জখম হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ সাহাবীর একটি চোখ উপড়ে নেয় এবং সে অন্ধত্ব বরণ করে । এ ঘটনায় আব্দুল্লাহ সাহাবীর মা বাদী হয়ে রহিদুলকে প্রধান আসামি করে মোট সাত জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। ভুক্তভোগী পরিবার বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

কুষ্টিয়া থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন রাজ্জাক মাহমুদ রাজ

0