0
0
No products in the cart.

Welcome to The NRBnews24.com

বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসাশেষে ফিরেছে ভারতীয় মেডিকেল টিম

Jul 28, 2025 / By The NRB News24 / in News

WhatsApp Image 2025-07-28 at 9.58.18 PM (1)
 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে বিমান দূর্ঘটনায় আহত উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যাওয়া ভারতীয় মেডিকেল টিম দেশে ফিরেছে। ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল- নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিমটি বাংলাদেশে তাঁদের কার্যক্রম শেষ করে ২৮ জুলাই সোমবার সন্ধ্যায় ভারতে ফিরে গেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশে গিয়েছিল।

ঢাকায় অবস্থানকালে, ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) -এ তাঁদের বাংলাদেশি সহযোগীগণের সাথে কাজ করেছে, মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএস-এর চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ, বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা প্রদানের জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর আমাদের দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন বলে ভারতীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করা হয়।

0