Welcome to The NRBnews24.com
Jul 28, 2025 / By The NRB News24 / in News
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে দুই পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শেষ বিকেলে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দুরে খাসের দোলায় ভুট্ট মিয়ার পুকুরে খুঁজতে যান। পরে ওই পুকুরে লাইটের আলোয় দেখতে পান দুজনের মরদেহ পানিতে ভাসছে। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করেছেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tags: Bangladesh River Drowned
Jul 28, 2025 by The NRB News24
Jul 28, 2025 by The NRB News24