Welcome to The NRBnews24.com
Jul 27, 2025 / By The NRB News24 / in News
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ বড়ভিটা এলাকার মাদক কারবারি সাগর খান (২১) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদনটি পাঠিয়েছেন > কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে জিয়াউর রহমান
Tags: Bangladesh
Jul 28, 2025 by The NRB News24
Jul 28, 2025 by The NRB News24